লেখক চাটুমিক


প্রথম পর্ব)


চ্যাটের আমি চতুর ছেলে চ্যাট দিয়ে যায় চেনা
চ্যাট করলে বুঝবে তুমি ছেলে আমি মন্দ না


চ্যাটের ভাই চ্যাটের বোন চ্যাটের মাসি পিসি
চ্যাট করতে রাজি আমি যদি থাকে VC


চ্যাটের ডালে চ্যাটের ফোরোণ চ্যাটের আলুসেদ্ধ
চ্যাট করলে ফুরফুরে মন মাথায় আসে পদ্য


চ্যাট করলে ইচ্ছে করে জুটুক নতুন বন্ধু
ভাল্লাগেনা একঘেয়ে সেই ক্যাবলা আর নন্দু


চ্যাট করলে কেমন যেন মন জিতলাম ভাব
দূঃখ হাসি কান্না মাসি কিছুরই নেই অভাব


চ্যাট বোনটাও জুটেছিলো জুটিয়েছিলেম চ্যাট ভাই
চ্যাট মাম্মিও জুটেগেলো বলো আর কি চাই


চ্যাট গানটাও শুনি আমি চ্যাট কবিতাও কই
চ্যাটে অনেক প্রমিস করি সত্যির আসায় রই


চ্যাট করতে এসে শিখি asl এর মানে
নতুন নতুন শর্টফর্ম আজও নতুন চাটুক আনে


চ্যাট করলে আঙুল দিয়ে কথা বেড়োয় খুব
কান নয় হে চক্ষু নেবেন শ্রবনেন্দ্রীয় রূপ


জানো কি ভাই ওষ্ঠ নয় অঙ্গুলী দিয়ে হাসা
জানবে তুমি অনেক কিছুই ধরুক আগে চ্যাটের নেশা


একটা কথা খুব জরুরী জানো কি সব্বাই
চ্যাটে নিজের সাথে নিজের দারুণ কথা হয়


এই যেমন asl জিজ্ঞেস করো নিজেরে
উল্টো দিকের জবাব আসবে asl টা কি রে?


চ্যাটে নাকি বিয়েও হয় জোটে নাকি চাটুক বউ
পোষার খরচ অনেক কম জোগাড় করে দিবি কেউ?


চ্যাট বউকে সঙ্গে নিয়ে চ্যাট হানিমুন হবে
ফটো সেয়ারিং করবো তখন কে জানে বাবা কব্বে


চ্যাট পুত্তর জন্ম নেবে চ্যাট হারামি পোলা
আর কিছু গুণ নাই বা থাকুক দারুণ হবে গলা


চ্যাট কন্যেও আসবে রে ভাই একটু সবুর স
চ্যাট বাবাও পড়াবে তাকে চ্যাট ক খ ঘ


চ্যাট প্রপোজও পেলাম আমি ঘন্টা কয়েক হোলো
চ্যাট মনটা আপন মনের সাথেই ট্যানটি খেলো


এমনি প্রপোজ মাইরি বলছি জিন্দেগী তে প্রথম
নাম জানি না কিন্তু সে মোর চ্যাট বউএরই মতোন


কি আর করা পূর্বরাগের পালা চলে চ্যাটে
কাজ বন্ধ খিদে বন্ধ ঘুম আসে না রাতে


সকাল সকাল বসে আছি কখন আসেন তিনি
আসলেই বা বলবো কি তার প্রস্তুতিটাও নিই


হঠাৎ শুনি চ্যাট বউদের পাঁচ ছ টা বর হয়
সারাক্ষণ তাই তাহারাই ইনভিজিবল রয়


এরই ফাঁকে একটা কথা বলে রাখি শেষে
আসল মনটা দিয়ো না বন্ধু যাবে আমার মতোই ফেঁসে


সকাল থেকে আমার যেমন জলস্পর্শ নাই
সারারাত তো ঘুম আসেনি কি ভাবনা যে ছাই


বুঝিয়ে বলা ভীষণ কঠিন চ্যাট প্রেমেরই ভাষা
সাইড এফেক্ট এটাই বন্ধু চ্যাটের ভালোবাসা


চাটুক বয়স হোলো মোর মোটে সাতটি মাস
এতেই এতো এক্সপিরিএন্স আর কি ভাই চাস


বিড়ি মন্দ দারু মন্দ মন্দ সকল নেশা
চ্যাট মন্দ হয় না যেন জাগিয়ে রেখে আশা


আমি মন্দ তুমি মন্দ মন্দ যুগের হাসি
চ্যাট মন্দ হবে না জানি যতই হোক বাসি


দ্বিতীয় পর্ব)


চ্যাট ধম্মো চ্যাট কম্মো চ্যাটেই জীবন বাঁধা
চ্যাটেই হলেম কৃষ্ণ আমি চ্যাটেই পেলেম রাধা


রাধারানীর আশায় কাটে বিনিদ্র রাতি
গালমন্দে পেটভরে আর চাকুরি যেতে বাকি


চাটু বয়সে রাধারানী কৃষ্ণের জেষ্ঠা
হাল বুঝে ইগ্গি মারেন সোজা এবং সাপটা


জেষ্ঠা তো তাই  জানেন তিনি ইগ্গি কখন কার
জানেন তিনি কোন ওষুধ টা কখনো দরকার


কৃষ্ণ থাকেন মরুভূমে স্বজাতী বিহীন
রুমে জাননা বসে থাকেন চ্যাটে সারাদিন


আসি আসি করে রাধা এলোনা কভু
কৃষ্ণ ভাবেন চ্যাট ছারবেন এবেলা প্রভু


প্রথম পর্বে বলিয়াছিলেম চ্যাট মন্দ নয়
বিড়ি দারু খেলে প্রভু দেহের ক্ষতি হয়


দেহ নয় পরাণ হোক আপনা খুশিতে
মন যদি ভেঙে যায় ইচ্ছা না বাঁচিতে


চ্যাটত্মহত্যা হবে সাত মাসের পোলার
কোথায় দড়ি কলস কোথায় খুশিতে মরার


হেনকালে নুতন কৃষ্ণের হইলো আগমন
রাধাদেবীর শ্রীচরণে করেন প্রেম নিবেদন


প্রথম পর্বে বলিয়াছিলেম পাঁচ ছ টা বর
থাকে চ্যাট গিন্নির রেখো হে নজর


তাই অফার এক্সেপ্টেড এবং এপ্রুভ
চাটু কৃষ্ণ দিলেন চাতল জলে ডুব


হা কপাল হে কপাল মরণ নাই লেখা
চাতল জলে দেখিলো সে বহু চ্যাট পোকা


হেলায় মরিতে চান তাঁহারাই মতোন
আত্মহত্যা মহাপাপ নরকে গমন


গান শোনো গান করো কথাও থাকে
প্রেম কোরো নাকো তুমি ইয়াহু চ্যাটে


প্রেম প্রেম অভিনয় যদি পারো ভালো
সে তুমি কৃষ্ণ বা রাধা যেই বলো


তৃতীয় পর্ব)


একদিন কনফিতে চাট্টায়নী কথা
পাঠ করেন চাটুমিক দেখে তাঁর চোথা


কতো হাসি লুটোপুটি বাহবা পেলেন
হেনকালে ল ভেঙে ললনা এলেন


দ্বিতীয় পর্বটি সবে হয়েছে তাঁর শেষ
ললনা বলেন কেঁদে আমায় নিয়ে বেশ


হাসি ঠাট্টা তামাসা হয়েছে অনেক
আমি আসি ফরেভার ট্রাই টু ফরগেট


মগজস্ত হলো না কারো  বুঝিলো না কেউ
কন্যে তো মাইকেতে কেঁদে ভেঁউ ভেঁউ


কাসুদাও বলেন এসে ওরে তুই থাম
ভাঙা দিদি চেষ্টায় গেয়ে তাঁর গান


কিছুতেই কিছু যখন হইলো না আর
চাটুমিক চাইলেন বিদায় করিয়া  নমস্কার


আমারি জন্য যেন এতো সব কিছু
মম গলতি সেন্টুটি আঁটিয়াছে পিছু


আমি তো চাটুমিক চ্যাটেরো কবি
চ্যাট নিয়া চেষ্টায় আঁকিতে ছবি


জানা নেই কি করিয়া হইলো এ কাহিনী
তব লাইফ স্টাইলের চ্যাটেরো বানী


কন্যে তো ছাড়েননা তাঁকে করেন খেস্তাখেস্তি
কনফিতে শুরু হয় বেজায় ধস্তাধস্তি


কে যে কি কন বুঝিলো না কেউ
রাহাদার মাথায় চাটা ঘোষুদার বউ


সিধুদাও পারিলোনা থাকিতে কি বা আর
শুরু করেন মহায়ন করিয়া চিৎকার


এইভাবেই চ্যাট পদ্য হইলো না শেষ
বিদায় চাটুমিকের করিয়া আক্ষেপ