জনগনী হাততালি
আদপে তা গুলতি
কেউ তাতে খুশি হয়
ভয়ে বাপ বুলটির
ভেবে ভেবে সাত পাঁচ
কিছুটা করিয়া আঁচ


মেয়ে বউ নিয়ে আজ গ্রামছাড়া


সেদিন মাধ্যমিকে
ফার্স্ট হয়ে স্কুল থেকে
মেয়ের খুশিতে বাপ আত্মহারা


দুদিনের হাততালি
দুরকম আওয়াজে
দুমাসের ব্যাবধানে
গ্রামছাড়া আজিকে


ভেবে ভেবে খুঁজি এটা দুহাজার চোদ্দো
ছিছিকার শুধু এটা নয় এটা পদ্য