এক ফালি চাঁদ রোজ নেমে আসতো আমার উঠোনে।
লুটোপুটি খেলতে খেলতে জানালার ফাঁক গলে
উঁকি দিতো পড়ার বইয়ের মাঝে লুকিয়ে রাখা
গল্প আর কবিতা বই গুলোর পাতায় পাতায়।
তারপর আলতো হাসিতে ঘর ময় ভরিয়ে দিতো।
একদিন মেঘেদের সাথে কুমীর-ডাঙ্গা খেলতে খেলতে হঠাৎ 'আসছি' বলে কোথায় হারিয়ে গেল।
শুরু হল আমার অনন্তকাল অপেক্ষা ----
দিনের শেষে রাত নামে আমার নিস্তরঙ্গ জীবনে,
একাকী একমনে এঁকে চলি আকার হীন জলছবি।
তুলির আঁকে বাঁকে খুঁজে ফিরি হারিয়ে যাওয়া
এক ফালি চাঁদ,এক টুকরো নির্মোহ ভালোবাসা।
আমার উঠোন জুড়ে এখন ঘুঘুদের আনাগোনা।
আজকাল আমার সব ব্যস্ততা মোবাইলের পর্দায়-
চোখ ঠাটিয়ে উঠে, নাছোড় আমি লেগে থাকি।
আমার সাথে শরদিন্দু, শীর্ষেন্দুদের এখন আড়ি,
একপাশে অবহেলে পড়ে থাকে রবীন্দ্র রচনাবলী।
আমি বুঁদ হয়ে থাকি নিজস্বী তোলার চিন্তায়।
নিজের ছবি তুলতে তুলতে কখন যেন ঢুকে পড়ি
মুখ হাঁ করা সর্বগ্রাসী ঘুটঘুটে ব্ল্যাক হোলে।
আমার উঠোন জুড়ে নেমে আসে গাঢ় অন্ধকার।।