আকাশে মেঘ জমলে কি বৃষ্টি হয়!
অনেকদিন মেঘ বিহীন বৃষ্টিতে ভেজা হয়নি।
অনেক কিছু 'না' এর মাঝে বিচ্ছিন্ন দ্বীপের মতো
তোর অস্তিত্ব আমার প্রতিটা  রোমকূপে।


রোদ জড়ানো সেই সকালে আড়মোড়া ভাঙার আগেই তোর চলে যাওয়া,আমার বসন্ত উৎসবের ফিকে হয়ে যাওয়া রঙে এক দলা মিশমিশে কালো প্রলেপ এঁকে ছিল।


সমুদ্রের অতলে জমে থাকা প্রবালের খোঁজ আমি পাই নি।খোঁজ পায়নি ঝিনুকের ভিতর মুক্তোর-
আজো কয়েক ইঞ্চির মোবাইল পর্দায় তোর
না পাঠানো বার্তা হাতড়ে বেড়াই,
নিভন্ত মোমবাতি যেমন কুন্ডলী পাকিয়ে উঠা ধোঁয়াকে শেষ অবলম্বন করে বেঁচে থাকতে চায়
আমিও স্মৃতিপটে আঁকা ছবিতে ধুলো ঝেড়ে চলি।


দিনের সীমানা ঘেঁষা এক অপরাহ্নে
জীর্ন একটা জাহাজ অনেক বন্দর ঘুরে
যখন কুলের সন্ধানে মাঝ সমুদ্রে দিগভ্রান্ত,
পাড়হীন সৈকতে তখন আমি নিশান হাতে...
ভূমিকায় নাই বা রইলাম,উপসংহারে আমি থাকবই।