ঝড় হয়ে তুই এলি কেন
বৃষ্টি হয়ে আয়।
দামালপনা করলি কেন
হৃদয় ভেসে যায়।


এলোমেলো বাতাস হয়ে
কেন এলি তুই?
বেশতো ছিলাম শান্ত মনে
মাথায় গুজে জুঁই।


দুরন্ত তোর ঢেউ ঠেলায়
দোলায় আমার মন,
প্রবল বেগে গুড়িয়ে দিলি
ধনুক ভাঙা পন।


নিলি কথা, দিলাম কথা
কথার কথা নয়,
রাখার কথা ভাবতে গিয়ে
পাচ্ছি শুধু ভয়।


অবুঝ হয়ে পাগলা ওরে
আমায় কষ্ট দিস,
শান্ত মনে একবার তুই
এসব বুঝে নিস।


বন্ধু হয়ে ছিলাম ভাল
মনের মানুষ হলি
কি করে যে বলি তোকে
মনের ব্যাথা গুলি।


তুইতো একটা আপন ভোলা
এসব খেয়াল নেই
কোন ভাবেই মিলছে না  যে
স্বপ্ন দেখার খেই।


হারিয়ে গেলে কষ্ট পাবি
বুক ফাটবে জলে
মুখ দিয়ে তাও হেসেই যাবি
এমন পাগল ছেলে।


বুঝিলা না তুই আমার কথা
বলেই শুধু যাস
মেটেনা তোর মনের আশা
বৃথাই কষ্ট পাস।


'না' গুলো কে 'হ্যাঁ' ধরে নে
ওরে ভুলো ছেলে
ডাকবি যে দিন,আসব সেদিন
সকল কিছু ফেলে।।