সকালে হলে অংকের বই
পাগলের মত হই।
গুরু মহাশয়ের বকবকানি
শুধুই হইচই।


ইতিহাসের পাতা খুলে,
দেখি কত ইতিকথা।
বাবু,  অশোক ইত্যাদিদের
কত যুদ্ধ গাঁথা।


জীবন বিজ্ঞানে পুষ্টি নিয়ে
কত আলোচনা।
অজ্ঞানেতে শুয়ে পড়ি
ইংরেজি শব্দমালা!


ভৌত বিজ্ঞানে আলোর মাঝে
ঘুমের নেশা আছে,
ভূগোলে পৃথিবীর বর্ণনায়
শূন্য পাই পরীক্ষায়-


ইংরেজি ভাই প্রচুর বাজে
উটবসে আর নেই কাজে।
বাংলা যে খুব ভারী দুষ্টু,
দেশের নাম ও ভুলে যাই কেষ্টু!