সারাদিন ধরে যন্ত্রনা সয়ে,
প্রতিদিন যারা বেঁচে আছে।
তাদের সবাই দূরে সরিয়ে,
রাখতে চায় বদ্ধ ঘরে।


তাদের হাসি- কান্নার রং
যেন মরিচীকাহীন।
সুস্থ মানুষদের ঢং
তাদের কাছে রঙিন।


কিছু মানুষ বিদ্রুপ করে,
লাথি মেরে দেয় দূরে ঠেলে।
তবুও তারা যন্ত্রনা সয়ে,
আশার আলোর প্রদীপ খোঁজে।


প্রতিবন্ধী বলে তারা
হয় নাকি মানুষ?
মানুষেরা যদি এমন ভাবে
তবে কারা অমানুষ!