ডারউইনের স্মৃতি নিয়ে এ কেমন রাতজাগা খেলা
বিরামহীন! তবুও এতটুকু ক্লান্তিনেই বেলা-অবেলা,
নেই বিষন্নতার কোন ছাপ। এ যেন হাজার বছরের
অতি নিবিড় অবজারভেশন মাত্র ষাটটি পর্বের-
“শুভ্র পায়রার নিতান্তই মৌনদশা,
পাশাপাশি ঘেষা
লক্ষকোটি কৃষ্ণচূঁড়ার জ্বলন্ত মিছিল, আর
ঠিক মাঝখানে তার একটি আদিম এ্যামিবার
সিস্টেড অস্তিত্ব; গাঢ় নীল কম্পমান। তারই ভেতরে
এক বিধ্বস্ত সুরম্য ফসিল নগরী, মাথার ’পরে
কামানের মতো তাক করে আছে সারিসারি
অজস্র শঙ্খচিলের ঠোঁট, হিংস্র ভারী”