ঘুমিয়ে আছে দুর্বাঘাস, চাঁদের আলো, রাতের হাওয়া
ঘুমিয়ে আছে জলের স্রোত, ঘুমায় মাঝির নৌকা বাওয়া
ঘুমিয়ে আছে ফুলের কুঁড়ি,পাতার বাঁশি পাখির কূজন 
ঘুমিয়ে আছে ভাবনাগুলি, কথার ছন্দ, সুরের ভূবন
ঘুমিয়ে আছে স্বপ্নগুলি, জ্ঞাতিবোধ আর কথার মালা
ঘুমিয়ে আছে অচিন সুখে মনের ব্যথা বুকের জ্বালা
ঘুমিয়ে আছে জাগার সুখও, মরার খুশি, হারার হাসি
ঘুমিয়ে আছে এই জনমের দোহের ভাল বাসাবাসি
ঘুমিয়ে আছে উর্ধলোকে আকাশভরা চন্দ্রতারা 
মর্ত্যলোকে ঘুমায় জাতি, জেগে আছে জাগার যারা