আকাশের কৃষ্ণচূড়া, লালমাটি রঙে
কী যে এক বিপুল ঢঙে
সারাক্ষণ
রং খোঁজা জীবন
কেবলই মদের তৃষ্ণা নিয়ে
টালমাটাল পৌরুষ দিয়ে
যৌবনের উরুমূলে তৃপ্তি অন্বেষণ
গেলাস ভর্তি করে চলা পানীয় জীবন
কালো আঙুলের ফাঁক দিয়ে বয়ে যাওয়া
অদৃশ্য এক স্বর্গিয় হাওয়া!
চুরুটের নিঃশব্দ দহন
কেবলই আত্মহনন
পিস্তলের গোপন নলে নলে
শুধু যুগের অনাগোনা চলে
যেন জীবনের সাথে বারূদের এক পৌরাণিক রমণ
কেবলই ধ্বংসের নেশায় জীবন চয়ন
মেটে ভালোবাসার ভরাকটালের টানে
উড়ুক্কু স্বপ্নের কোন এক সুনামির বানে
আজকে সভ্যতার আপদ-মস্তক নিধন
অহমের আহা! পতন পতন!
আর এই মহাযজ্ঞে আমি এলাম দুঃসাহসী কাব্য-অবতার
কোন এক আধুনিক কালিদাস হোমার
আর এই হলো আমার
কবি ও কবিতার,
বলতে পারো-কীর্তি ও বোধের, অকাল বোধন
নিরানন্দভূক এক অবাক আনন্দ-আগমন