আজ আমার শেষ মন খারাপের দিন
কেননা, আমি আরেক দফা অপমানের বিষে একেবারে লীন
হয়ে আছি, আরেক দফা ছোট হয়েছি
আরও একটু দূরে সরে গিয়েছি
আজ বরাবরের মতো। আমার কি খুব কষ্ট হচ্ছে?
অহমবোধের আগায় কি খুব চোট লেগেছে? - বড্ড জানতে ইচ্ছে করছে
আজ আমার নিজের কাছে
-হয়ত কষ্ট হচ্ছে, হয়ত চোট লেগেছে
‘হয়ত’ বললাম, কারণ আমিতো জানিনা-
আমার সেই মন, সেই হৃদয় এখনও কিছুটা অবশিষ্ট আছে কিনা;
তেত্রিশ বছরের সুদীর্ঘ বন্চনার-পীড়নের সুউচ্চ পাহাড়ের নীচে হায়!
কবে তারা হয়ত সুনিশ্চিত ফসিলদশায়
পতিত হয়েছে নীরবে।জানি, আর বড়জোর নব্বই দিন এই টেবিল-চেয়ার,
এই হাজিরাশীট, এই সুশীতল এয়ার
আমাকে বড্ড সাংকেতিকভাবে ভ্রূকুটি করবে
জানি, সর্বংসহার মতো করে সবই সহ্য করতে হবে
তবু, আর এখানকার এই মিথষ্ক্রিয়া আসরের টক্সিক হাওয়ায়  
প্রতিদিন একটু একটু করে আমায়
ছোট হতে হবে বাহিরে ভেতরে
আর একটু একটু করে যেতে হবে দূরে সরে
আর সংকুচিত হতে হবে ঠিক যেন ক্ষুধার্ত কোন জোঁকের মতো করে
অতঃপর ‘মিডিওক্রিটি ফার্মা’ প্লাকার্ড-বুকে
কিছুই নাথাকার নির্ভেজাল সুখে
খুব সহসাই একদিন প্রতিদিনের জনস্রোতে হতে হবে বিলীন
কেননা, আজই তো আমার শেষ মন খারাপের দিন।
                    (ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪)