নির্ঘুম কালো জোছ্না রাতে,
তারারা বসে জোনাকির সাথে।
রূপালী আলোয় আলোকিত আজ
বাতাস ভেঙ্গেছে শীতলতার লাজ।


আকাশ জুড়ে সব ঠিক্ঠাক
কিন্তু উধাও চাঁদটা হঠাৎ।
জোছনাটা তবু হয়নি মলিন
শুধু তাদের আভাটা বিলীন।


কী করি তাই ভাবছি বসে
হঠাৎ দেখি আমার পাশে।
ছায়া হয়ে দাড়িয়ে তুমি
খেয়াল করিনি একটুও আমি।


কাজল টানা ঐ দুটি চোখে
মায়ামাখা এক হাসি সে মুখে।
এবার বুঝেছি চাঁদটা কোথায়
লুকিয়েছে সে ঐ তোমার ছায়ায়।