বকুল ফুলটা শুকিয়ে গেছে
বাতাসের সেই ভাষার মত।
বাগানটা আজ স্তব্ধ থাকে,
উড়ে গেছে ছিল পাখিরা যত।


পার্কের সেই বেঞ্চটা এখন,
শেওলা পড়া ধুলোয় মাখা।
মোড়ভাঙা ঐ রাস্তাটা আজও,
বিকেল বেলা পড়ে রয় ফাকা।


জোছনাটা আর মোহনীয় নেই
তারাগুলো তাই অগোছালো রয়।
চাঁদটা এখন একলা থাকে,
দুঃস্বপ্নের সাক্ষী সে হয়।


জীবনটা তো ছিলনা এমন!
যখন ছিলে তুমি পাশে।
এখনো সেই স্মৃতিগুলো
অগোচরেই কাদায় এসে।


প্রেম, মমতা,  আবেগবিহীন
জীবন যেন নিশার স্বপ্ন।
ভালোবাসাটা আমার কাছে,
মূল্যহীন অবেলার রত্ন।