কুয়াশায় মোড়া বিকেল বেলা,
স্নিগ্ধ শীতল হাওয়াগুলো বয়।
হারিয়ে ফেলা সুরগুলো সব
মনের মাঝেই শিহরিত হয়।


সূর্যটা আজ অভিমানী ভারি,
আকাশটা আজ নীলচে সাদা।
মূির্তরূপী মেঘগুলো যেন,
অলসতার শেকড়ে বাধা।


চোখগুলো আজ উদাস ভারি,
চারদিক সে দেখছে রঙিন।
দিকহীন শুধু দিগন্তটাই,
চোখের পাতায় রয়েছে মলিন।


মনটা বড় চঞ্চল আজ,
উচ্ছলতা খুবিই অল্প।
এরই মাঝে লিখছি বসে,
অনুভূতিহীন সেই গল্প।