চারদিক আমি দেখছি খুজে,
ভাবছি শুধু চোখ বুজে।
কোথায় পাই, কোথায় পাই
নতুন একটা কবিতা যে চাই।


আকাশ খুজি, বাতাস খুজি
দিগন্তের ঐ সীমায় খুজি।
কোথাও কিছু দেখতে না পাই,
চারদিকে কোন শব্দ যে নাই।


চেয়েছিলাম ঐ সাগরের কাছে,
বলল শুধু ঢেউ যে আছে।
আরও চেয়েছি বনের কাছে,
বলল শুধু সবুজ আছে।


পাখির কাছে চাইলে পরে,
কিচিরমিচির শব্দ করে।
পাহাড়টা ঐ গৌরবভরে,
নিথর ভাবে রয়েছে পড়ে।


কার কাছে চাই, কার কাছে চাই।
সবখানে শুধু একটা কথাই।
উপায়টা কী ভেবে না পাই,
নতুন একটা কবিতা যে চাই।