বেদনার মেঘ গর্জে যখন আমার আকাশ জুড়ে
অঝর ধারায় দুঃখ কষ্ট বিষাদ ঝরে পড়ে।
হঠাৎ তখন সুর্য হয়ে তোমার উপস্থিতি
দূর করে সব আধার তিমির মুছে দেয় কালো স্মৃতি।


তীরহারা এই মরুর পথের পথিক যখন চলি।
পথের কাটা তপ্ত বালি পায়ের নিচে দলি।
হঠাৎ তখন মেঘের বেশে তোমার আসা যাওয়া
শীতলতায় পূর্ণ করে মনের সকল চাওয়া।


কুণ্ঠিত এই পৃথিবীর বুকে একলা যখন থাকি
হতাশার কালো কুয়াশার বুকে বিষাদ নীলিমা আকি।
দখিনা বাতাস হয়ে তখন তোমার উড়ে আসা
নতুন করে এই হৃদয়ে জাগায় ভালবাসা।


এই জগতে যখন দেখি আপন কেহ নাই
উৎসাহ আর উদ্দীপনা তোমার থেকেই পাই।
সুখ হোক বা দুঃখের সময় তুমিই ছুটে আস
জানি মা আমি, আমায় তুমি কতটা ভালবাস।