মোহিত আমায় করতে পারেনা
তোমার মায়া আর,
অযাচিত সেই দিব্যশক্তি
হারিয়ে গেছে তার।


স্পর্শময় সে অনুভূতিটার
কর্মক্ষমতা শেষে।
হঠাৎ করেই উবে গেল যেন
নীল আকাশের দেশে।


আশাগুলো সব মেঘে মেঘে থাকে
বাষ্পীভবন হয়ে।
জানিনা কবে ঝরবে তারা
দুঃখ কষ্ট নিয়ে।


অধীর আর হইনা কখনো
শুনতে তোমারি গান।
ঝাপসা হয়েছে কবিতার ভাষা,
আকা ছবিগুলো ম্লান।


ফেলে এসেছি স্মৃতিগুলো সব,
অন্তরীক্ষের দেশে।
ভিনগ্রহী কোন প্রানীরা ঠিকই,
কুড়িয়ে নেবে শেষে।


মনের মাঝে প্রেমের স্থানটি,
দিয়েছি মাটিচাপা।
নিরেট ভাবেই করেছি ভরাট,
রাখিনি কোথাও ফাঁপা।


সবশেষে শুধু একটা কথাই,
তোমায় বলতে চাই।
মনমরা এই মনে এখন আর,
তোমার চিহ্ন নাই।