কষ্টগুলো হয়েছে আপন,
সুখগুলো সব পর।
স্বপ্নগুলোর পক্ষাঘাতে,
কান্নারা মরঃমরঃ।


ইচ্ছেগুলো শেকলবন্দী,
বিবেকের কারাগারে।
চিন্তাগুলো বর্বর হয়,
হিংস্র রূপটি ধরে।


প্রেমের খাচাটি নিস্ব আজি,
চারিদিক ধোয়াময়।
সাহসিকতার জায়গা জুড়ে,
শুধু সাদা সাদা ভয়।


আবেগের আজ ভারি অভিমান,
সরলতার উপরে।
আশাগুলো সব খোলশ পাল্টে,
আকাশের পথে উড়ে।


কল্পনাটার রাজত্বে সে,
নিজেই হয়েছে দাস।
সিংহাসনটা দখল করেছে,
একমুঠো উপহাস।


জীবনটা হল পুড়ে ছারখার,
সমাপ্তিতে এসে।
অন্তরাত্মা ডুকরে কাদে,
মন সমাধির পাশে।