সাদা রঙের মেঘ সাজাই
নীল আকাশে।
রংধনু উড়িয়ে বেড়াই
ঝড়ো বাতাসে।


সবুজ রঙের আচর কাটি,
ধূসর মাটির বুকে।
প্রজাপতি ছড়িয়ে বেড়াই,
দিনের আলোর চোখে।


মধুর কন্ঠে গেয়ে বেড়াই
কোকিলের সেই গান।
পাহাড়টাকে আরও করাই
একটু বৃষ্টিস্নান।


নদীটাকে ভেজাই আমি,
নীল সাগরের জলে।
গোধূলিটাকে যাই নিয়ে ঐ,
সূর্যি যেথায় ঢলে।


প্রাঞ্জল এক স্বপ্ন নিয়ে,
বর্ণিল করি সবি।
অন্ধকারে জ্বালব আলো,
এই কথাটাই ভাবি।