অন্ধকারের আলোকছটায়
উভ্র একটা ঘ্রাণ।
হঠাৎ করেই চমকে ওঠে
আনমনা এক প্রাণ।


সাদা কালো আচর কাটা
নীল আকাশের বুকে।
সুপ্ত প্রেমের বর্ণ খোজে
পাহাড়টা ঐ ঝুকে।


তীক্ষ্ণ চোখে নীল নয়নার
দৃষ্টি ছুটে যায়।
অন্ধকার এক কালো মনের
ছায়ায় বাধা পায়।


চোখের জলের স্বাদ বোঝেনা
মৃত নদীর ধারা।
প্রেমের আলোর জোছনা মেখে
ঐযে তাকায় কারা।


কল্পলোকের স্বপ্নে এসে
একলা থাকা মন।
স্পর্শতীত এক ছোয়াতেই
জাগায় শিহরণ।


শেষ অবধি ছলনাময়ীর
সিক্ত চোখে ভেসে।
নীল রঙের ঐ সুখপাখিটা
স্বপ্নলোকেই আসে।