দশটি বছর হতে চললো মা’গো
তোমারে দেখি নাই,
আশায় তবু’ও আছি মা’গো
যেন একবার দেখা পাই।।


বাবা’র সঙ্গে হাঁটে যাইবার
দিনগুলি মনে পরে,
সে’সব কথা ভাবতে’ই মা’গো
দুই চোখের পানি ঝরে।।


ছোট ভাই-বোন ফালাইয়া আইছি
দশটি বছর আগে,
সেসব কথা ভাবতেই মা’গো
এই মনে কস্ট লাগে।


দশটি বছর খেলার সাথীগো
দেখি নাই কারো মুখ,
কইতে পারিনা কাউরে মা’গো
এই পরানের দুঃখ।


আশায় আজো রাত যে কাটে
কাটে আমার দিন,
তোমার হাতের শীতের পিঠা
খাইনি’গো মা কত দিন।


দশটি বছর রাখোনি মা’গো
আমার মাথায় হাত,
মনে পরে সেই দিনগুলি আজো
তুমি ঘুমাও নাই কত রাত।


দশটি বছর শুনি নাইগো ’মা
“আমার সোনা” বলে ডাক,
আদর করে পাশে বসিয়ে
মুখে তুলে দিতে ভাত।


দশটি বছর হতে চল্লো মা’গো
তোমারে দেখি নাই,
আশায় তবু’ও থাইকো মাগো
যেন একবার দেখা পাই।।