এমন করে তাকিও না
ঝড় বয়ে যায় মনের গহীনে,
শুকনো পাতা এলোমেলো
খেলা করে নির্জন অরণ্যে।


এমন করে তাকিও না
উত্তাল সমুদ্রে হারায় নাবিক,
পথ ভ্রষ্ট গাঙচিলের মত
খুঁজে না পায় কোন দিক।


এমন করে তাকিও না
নিস্তব্ধ আকাশে খেলে মেঘ কালো,
জোনাকিরা খোঁজে পথ
খোঁজে আশ্রয় ক্ষীণ আলো।  


এমন করে তাকিও না
বিরামহীন বাদল দিনে একা,
রজনীগন্ধা হাতে যুবক
নিঃস্পলক অপেক্ষায় থাকা।


এমন করে তাকিও না
ভুলে গিয়ে উজান বাতাসে,
হেথায় সেথায় খুঁজে ফেরে
নিঃশ্চুপ মাঝ রাতে আকাশে।  


এমন করে তাকিও না
তোলপাড় হয়ে যায় মন,
বৃষ্টির ফোটা চোখে মুখে  
দিবারাত্রি নিদ্রাহরন।  


এমন করে তাকিও না
ফেরাতে পারবে না শেষে,
পথহারা পথিকের হৃদয়
তোমায় না ভালোবেসে।  


এমন করে তাকিও না
জেগে উঠে ঘুমন্ত অগ্নিশিখা,
পাহাড়ের বুক ভেঙে
যখন খুঁজে না পায় দিশা।