হয়তো কোন একদিন
দেখা হবে
কোন অচেনার বেশে,
দূর কোন
নাম না জানা দেশে।
মুখোমুখি
বসে চায়ের পেয়ালা হাতে,
গোধূলি কিংবা
কোন তারা ভরা রাতে।


হয়তো কোন এক দিন
দেখা হবে পথে
হেঁটে যেতে যেতে,
হয়তো বা দেখা হবে
বাংলার শর্ষে হলুদ ক্ষেতে;
হয়তো পড়বে মনে
ফেলে আসা স্মৃতি,
না বলা শত কথা
শত বিরহগীতি।


অথবা কোনদিন
দেখা হয়ে যাবে
শান্ত নদীর বাঁকে,
আবার কথা হবে
হবে আলাপন-
যে কথা জমানো থাকে।


হয়তো কোন একদিন
কোন ক্লান্ত বিকেলে
ধুমায়িত চা'য়ের কাপ
কেঁপে যাবে উচ্ছ্বাসে হাতে,
অনেক না বলা কথা
হবে বলা লাজুক সজল
আঁখিতে আঁখিতে;
একবুক তৃষ্ণায়
অনেক চা খাবো একসাথে।


জুন ২৯, ২০২৩