নীলাকাশের ভাজে ভাজে মেঘগুলোর কালো আলোয় বাতাসের রং বদলে গেছে কবেই।
বৃষ্টিধোয়া কলাপাতায় গালের নরম ঘুমিয়ে গেছে মনের ধুয়াশায়।
তবুও চাঁদের বারান্দায় সবুজ স্যান্ডেরিনা নীরবতার খোঁজ পেয়েছে ধুসর হলুদ গোধূলিতে।
মৌমাছি গুলোও এখন আর বিরক্তি নিয়ে ভিড় জমায়না জানলার পর্দাতে।
আজ নীশিকাব্য অঝোরে ঝড়ে টিনের চালে শিলা গুড়ি হয়ে এখানে ওখানে।
ঘড়ির কাটার টিকটিক শুনে কেউ ঘুম ভেংগে ডাকে না আয় হাটি আজ এ রাতে।