মাঝে মাঝে তুমি আমার দুপুরে
অভিমানের একতরফা মানে হয়ে যাও,
যে দুপুরে তোমার চুল শুকাতে আসা রোদ ও
হাতে কয়েক দফা বাতাস মেখে অভিমান করে,
ঠিক আমার মতো দিব্যি নিয়ে ক্ষত
থতমত খাওয়া বিকেলের আলোয় শেষে
আবার একটা দিন আসবে বলে চলে যায়