বিকেলের শুকনো হাঁসির ঠোঁট ঝরে যখন কয়েক পশলা সন্ধ্যা গলে পরে
তখন একদল বেসামাল বাতাসের সরসর ঢেউ, নীলিমার জ্বলজ্বল চোখে শ্রান্তি মেখে দেয়।


নিসর্গ বাতাসি ভুলেরা হাতের মুঠোয় এসো,
সময়কে দিলেম ছুটি খুলে ভালোবেসো!
এসো এসো চোখের পাতায় এসো
হাজার বছর পরে হলেও আমায় ভালোবেসো।


~মাখলুকুর রহমান তন্ময়