জানালা ঘেসে বড় হওয়া স্বপ্নেরা আকাশের দিকে তাকিয়ে বলে, একদিন দেখা হয়ে যাবে!
রোদের দেশে, জানালা ঘেসে, বেড়ে ওঠে ছায়া!
একদিন একটা জানালা খুলে রেখো শুধু, পাখি এসে যদি বসতে পারে যদি,
প্রাচীন ব্যাথা গুলো সবুজ হয়ে যায়, ভাংতি করে রেখো কষ্ট গুলো, খরচা হতে বেশি দেরি নেই৷
জানি না কেন, অদ্ভুত রকমের ভালো লাগা
কাজ করে দেখে আকাশের ডাক শুনেছি, শুনছি!
পুরনো দেয়ালের একটা আলাদা মায়া থাকে, থাকে একটা স্পষ্ট 'মনে রেখো আমায়' ঘ্রাণ!
প্রতিটা জানালা ভেতরের না বলা গল্পগুলো জানে।
তাই সে তার মুখ বন্ধ রেখে দেয়৷