ভালোবাসা ভস্ম হয়ে পরে থাকে ছাই
ঘড়ির কাটা, দিচ্ছে হাটা একি পথে তাই
ঠিকানা ভুলে, খাম তুলে চিঠি কে পায়!
নিয়ম করে ভুলে থেকো, ভোলা কি যায়!


আকাশে দেখো নীল রাখে যে চোখের প্রান্তে
একটু যদি আনা যায়, যা যায় অজান্তে
পারো যদি ভুলতে তাকে কোনো এক দুপুরে
মুছে গেলেও থাকবে ঘুচে ঝিম ঝিম নুপুরে


বহুদিন পরে হাওয়া বইবে,ছাই পাবে কারণ
মনে পরলেও মনে করা আজ ভীষণ বারণ
ঠিকানা ভুলে, খাম তুলে চিঠি কে পায়!
নিয়ম করে ভুলে গেলেও, ভোলা কি যায়!