কিছু ব্যাথা নভেম্বরের মতোই গহীন,
রঙিন অথচ বিষণ্ণ।
যে বিষন্নতায় দেয়ালের জন্ম হয়
গাছদের ছায়ায় শোভা পেতে!
কিছু কিছু ব্যাথার জানালা
বড় পর্দার মুভির মতো বিশাল হয়!
বিষণ্ণতার গাছটি ভুলে চোখ তুলে তাকায়,
গাছেরাও আঁকতে জানে নিজেরই ছায়ায়!
রৌদ্রস্নাত দিনে তাই দেয়াল ভালো লাগে
পাখিরাও পথ ভুলে যায় মনে কে রাখে!
বেলা শেষ দেয়ালের গল্প শোনেই বা ক'জন
জলেতে যে ছায়া পরে সেই ছায়ায় আসলে আপন।
কি সুন্দর! তবু কিছুটা সময় পুড়ো ঘ্রাণ এখানে,
কিছু ব্যাথা নভেম্বরের মতোই গহীন সেখানে।