তুমি!
দূর রাজ্য থেকে কবি ঘুমটাকে আনো
তুমি!
তোমার গলায়
আমার ঘুম
তুমি তাকি মানো!
তুমি!
তোমার শাড়িটা এত রঙ ছাড়ানো,
যেন অকারনে আমার ঘুমগুলো জড়ানো।
তুমি!
চূড়িগুলো তোমার রাজ্যের কালো
কানের দুলে জোনাক আলো।
তুমি!
গলায় কেন বরফ বেশি ঢালো
এত রাতেও ফোনটাকে কেন জালো
তুমি!
চায়ে তোমার চিনি কি বেশি!
যদি  লাগে না হয় আমি কিছু মিশি?