ধ্বংস স্তুপের নিচে চাপাপড়া
                        আমি একটি "লাশ"
কাফনের কাপড় নেই
                       নেই দেহ রক্ষার বাঁশ।
পৃথিবীতে আমিও তো
                     ছিলাম, মানুষ একজন
তবে কিভাবে আমি,বহন করি
                    বুকের উপর এতোগুলো ওজন।
পাঁজরের হাড়গুলো
                      ভাঙছে মরমর করে
শরীরের মাংসগুলো যাচ্ছে
                       এদিক ওদিক সরে।
রডগুলো,দেহভেদ করে
                  তলিয়ে যাচ্ছে  মাটিতে
ফিনকি দিয়ে রক্তগুলো
                    ছড়িয়ে পড়ছে চারদিকেতে।
পাশের জনের একটি হাত
                     এসে পড়েছে আমার দেহে
পরোপকার মানবধর্ম
                      তাই নিরবে যাচ্ছি সহে।