মাগো তোমায় মনে পড়ে
                     চন্দ্রিমা এই রাতে।
মাগো তুমি এসে একটু
                     বসো আমার পাশে।
গল্পের ছলে বলতে মাগো
                    আমি নাকি চাঁদ, তুমি চাঁদের বুড়ি
হাসনাহেনা ফুল যে তুমি
                   আমি ফুলের কুঁড়ি।
তুমি নাকি রাতের আধার
                   আমি চাঁদের আলো
বলতে আমায় লক্ষ্মীসোনা
                   তুই যে অনেক ভালো
তুই যে আমার মানিক রতন
                    আমার গলার হার
বলতে মাগো আমায় ছেড়ে
                    চলে যাবে না আর।
তবে কেন?চলে গেলে
                     এ ধরনী ছেড়ে
ঐ গোরেতে ঘুমিয়ে আছো
                     আমায় একা করে।
প্রতি রাতে ঘুমাতে গেলে
                      চুমু দিয়ে গালে
বলতে মাগো,বড় হলে
                      আমায় যাসনে ফেলে।
এখন আমি বড় হয়েছি মা
                      তোমায় কোথায় পাই
তোমার খোঁজে প্রতিদিনই
                       গোরের কাছে যাই।
খোদার কসম মাগো তোমায়
                       কখনও যেতাম না ফেলে
দুষ্ট সোনা লক্ষ্ণী মাগো
                     ঘুরতাম, তোমায় নিয়ে কোলে।
মাঝেমাঝে চুমু খেতাম
                     ওরে কলিজার ধন
মিষ্টি মধুর গল্প শুনাতাম
                     এটাই আমার পণ।