তোমার নূপুর জানতো বিষাদ,
পাপ ধুয়ে গেছে কত কালে??
অথচ মেঘ দন্ডিত,
কারন, টোল পরেছে চাঁদের গালে।।।
হারেনি মন, শত প্রয়োজনে,
দগ্ধ বাতাবি লেবুর রঙটা ম্লান;
ভাসেনি জলে অমাবস্যা,
শুধু বাতাস হারিয়েছে নিজের ঘ্রাণ।।।
তোমার নূপুর জানতো বিষাদ,
আর রূপকথার গল্পের মানে;
অথচ যাযাবর প্রেমিক দল,
আজো জানেনা প্রেমের মানে।
জোয়ার এসেছে, দাওয়াত রইলো,
ডুব সাতারে পেরুবো নদী ;
বন্ধন ছাড়া কলমের দাগ,
নাটাই বিহীন উড়ে যদি।