মগজ গলে বন্যা হবার ছলে,
উড়িয়ে দিতে রাগের ময়াজল;
তবে কেনো?
সাঁতার জেনেও,  হাটু পানিতে,
ডুবছে সে অতল!!!!
অথচ--জোয়ার, চন্দ্র, মেঘ,,,  
তার বাড়িয়েছে কত বল!!!
সে ভালো হয়,
তার ময়ুর পেখম খুলে,
বন্ধ করে ভস্ম দেহ,
দিব্যি যাচ্ছে ভুলে।