মিশে যাওয়া লাজের ভাজে,
সন্ধ্যে হলেই লুটিয়ে পরে সূর্য,
স্বপ্ন কাড়ে; ভ্রাম্যমান চাঁদে,
সাপের ফনা ক্রমাগত ছোবলে মিশে যায়,
অষ্টাদশীর শিহরিত বাহুতে,
কখনো ফিরে, কখনোবা হারে!!!!!
অসময়ে বিদ্রোহ করে, বিদ্রূপে মরে জখম,
অথচ বিভ্রান্ত তুমি প্রতিনিয়ত ;
হঠাৎ করেই, ভুল ভাঙ্গলো,
যদিও অবগত, মাথা নত,,,,,
ক্ষয়ে চলছে মরু, অবধারিত!!!