শূন্য কাগজ, শূন্য মগজ,
ফুরিয়ে গেছে কালি;
এক পৃথিবী শূন্যে ভরা,
চার পৃথিবী খালি।
শূন্য খেলা, পূর্তি হবে বলে,
ভরাট খেলে,
শূন্য হবার ছলে।
আকাশ শূন্য, বাতাস শূন্য,
মেঘটাও অর্ধশূন্য;
তুমি শূন্য, আমি শূন্য,
তবে, ভালোবাসাটা কিভাবে পূর্ণ?