কাজল রেখায় আটকা মন,
তুমি নাব্যতা ঘাসের;
অথবা গন্ধ লাশের।।।
স্রোতস্বিনী মেঘনার বুক;
অথবা কিশোরীর অভিমানে,
শক্ত করে চেপে ধরা প্রেমিকের চিবুক।।
কখনোবা ন্যাড়া কদম সজোরে ছুড়ে মারা বালক;
শারদীয় চাঁদের জ্যোৎস্না তুমি,
চেয়ে থাকি অপলক!!!
নচেৎ, তুমি কুয়াশায় ঢাকা, শান্ত নদীর কূল;
শীতের সকালে, চাদর গায়ে না দিয়ে,
আফসোস করা ভুল।।।
তুমি, এমন তুমি, নূপুরের ধ্বনি;
অথবা মরীচিকায় খুঁজে পাওয়া,
বেঁচে থাকার স্বপ্নখনি।।।