অতীত পবিত্র পাপ ,
হোক তা ভালো আর খারাপ ;
সবসময়_ই কাজে লাগে ,
অভিজ্ঞতার ঝুলি , সাহিত্যিকের কাব্য হিসেবে ,
সর্বদা নাড়া দিয়ে যায় পাঠকের অন্তরাত্মা ।


তবে  আকড়ে ধরে থাকা হীনবুদ্ধির লক্ষণ ,
জাগো পাঞ্চেরী , সমুন্নত হও ,
মাথা উঁচু করো , হও বিচক্ষণ ।
সামনে আগাও , প্রকাশ করো খেয়াল ,
ধংস করো লক্ষ্যবস্তু ,
প্রস্তরের ঐ দেয়াল ।