সমুদ্রের সমুদয় ব্যাকরণ বাউন্ডুলে,
অথচ তোমায় যেবার শেষবার খুন করি,
লাল মলাটে রক্তের দাগ খেয়াল হয়নি তখনো..
বহুবার হাহাকার  শুনেছে পতঙ্গ,
মৃত্তিকা গভীরে যে নদী শাসণ করো প্রত্যহ,
আঙ্গুলের ছাপ এঁকে দিই ক্ষণিকের বিবাদে।
সমুদয় হিসাব জাবেদার ছকে,
আলপনার কারুকাজে........
সজ্জিত-এ বিচিত্র আমি।।।