একটা ঘোড়া ছুটতে দেখা যায় প্রতিরাতে ,,
আফ্রিকান নাকি এরাবিয়ান তা জানিনা ।
কেবলি ছুটে চলে অবিরত অজানা সম্মুখে ।
একবার চোখজোড়া দেখেছিলাম , মায়াবী নীল বর্ণের । লোমগুলো বরফের শুভ্রতাকেও হার মানায় ।
আমায় নিয়ে চলে ঘুমের ঘোরে ,
জেগে উঠলে আমার আমিই ।
শুন্যতা তো ঘোড়া নিয়ে যায়না ।
তবে কেন এ আয়োজন ?
ঘুম চুরির কি প্রয়োজন !!
আসবে যদি অগোচরে ,
ঘুম দিয়ে যাও অক্ষিভরে ।