আমি একটু দাঁড়াবো,
যেথায় অনাবাদী স্বপ্ন বাসা বাধেঁ;
দেখতে চাই আবেগ, কাছ থেকে,
কিভাবে চাঁদ হারালে দুঃখ লাগে।
আমি একটু দাঁড়াবো,
ঘণীভুত মেঘের পৃষ্ঠে,
কিভাবে কান্না ফিরে বাষ্প হয়ে,
বিলিন হয়না, অহেতুক অদৃষ্টে।
আমি একটু দাঁড়াবো,
যেভাবে বিপ্লবীর কাল্তি নেই;
তুমি চেয়ে থেকো পথে,
যদি ভাবো ফিরবেই!
আমি একটু,
একটু ঘুরে দাঁড়াবো,
একটু একটু করেই,
সব বাধা হারাবো।