তুমি কতোবার ভালোবাসার শুমারি করেছো এ মনে,
ভেবে_কি একটুও লজ্জা লাগেনা?
তারতম্য সময়ের প্রভাব,
অহেতুক মুরালির ফুটুতে সুর উঠেনা,
তাতে কুশলীর প্রাণ ঢালতে হয়,
নয়তো ভালোবাসাটার অবমাননা
স্রোত বন্ধক রাখতে হয়না,
তবে নদীটাই মরে যায়,
বাকী-বকেয়ার হিসেবেই পাড় অন্যের দখলে;
হতবাক, তাচ্ছিল্যে!
মুক্তার হিসেব কষতে যেয়ে,
কুড়ানো হয়নি কোনদিন কাদাজল!
এটা জীবন নয়!
ভয়, অবিশ্বাসের অবিশ্রান্ত ভয়।
হোক মন ক্ষয়,
যদি নতুন আকাশ আবেগ লয়।