অতঃপর বহুকাল পরে তোমার ছদ্মবেশে,
আসমানী পরীর আগমন।
একরাশ মোমের আলো ঘন হতে হতে,
উপচে পড়ছে মগজ বেয়ে।
তোমার বাহুতে নবীন বর্ষণে,
আমার ছেলে বেলায় দুর্নাম রটিয়েছি খুব।
তোমার বন্ধনে জড়িয়ে,
ভালো থাকা ভুলে গিয়ে,
ভালোবাসাটা হয়নি শেখা আর;
অথচ লোকে বলে ঠকে গিয়ে,
জিতে গেছি আমি অজস্রবার।
আমার ভুল বানানে,ভুল প্রকারে,
প্রলাপ ছড়িয়েছে পাহাড়সম পাতায়;
অথচ ধার করা জ্যোৎস্না নিয়ে,
নাম লিখিয়েছি বদনামের খাতায়।