তুমি একদিন বলেছিলে,
বন্য আর জঘন্য প্রায় সমার্থক।
উপসংহারে যে মেঘ টিকে থাকে স্ব-মহিমায়,
তা আওতার বাইরে।
নিতান্ত আয়োজনে বিশ্রাম নেয়া,
বালকের মন যোজন দূরে অবস্থান করে,  
কিঞ্চিৎ পাশ কাটিয়ে।
অথচ ভুলে গেলে প্রজাপতির শেকড় অথবা রঙের ব্যাকরণ।। বৃষ্টি আর সমুদ্র উভয়ের শেকড় এক তবে রশ্মি নয়।। প্রান্তবিন্দু এক হলে প্রত্যহ মেঘ ডুব দিতো গভীর সমুদ্রে, অথবা সমুদ্র নীল-আসমানে।
প্রচলিত পাপে হৃদয়ে জং
আর অহেতুক প্রশ্রয়ে প্রশ্নপত্র বাতিল।