জলভাঙ্গা দাড়কাক,
দলছাড়া মিছেবাঁক
সগর্বে ভেসে চলে নুড়ি;
ঢেউগুলো নির্বাক,
হেডফোন পরে থাক,
চিরকুটে জমছে ধীরে ধূলি।
আমিও চাই, তুমি নাগাল পাও,
তুমি আবার যাও,
স্বপ্ন কেনার হাটে,
আমিও চাই, তুমি তোমায় পাও,
বুলি আওড়াও, সস্তা দরে খেটে।
অসময়ে সুসময়,
হালছেড়ে বেসামাল,
তোমায় লিখতে চাইছি আবার।
নূড়ি খুঁজে, হতবাক,
বৃথা কথা একঝাক,
সময় হয়নি এখনো যাবার,
আমিও চাই, তুমি নাগাল পাও,
তুমি আবার যাও,
স্বপ্ন কেনার হাটে,
আমিও চাই, তুমি তোমায় পাও,
বুলি আওড়াও, সস্তা দরে খেটে।