জাতিস্মর আমি নই পুনর্জন্মে আমি
জন্মেছি কিনা আবার মর্ত্যে, জানা নেই।
নিজেকে খুঁজে ফিরি বারবার বেনামি
পরাবাস্তবতা ব্যস্ততায় বাঁচা এই।


মূদ্রা শূন্যে তালু বন্দির অপেক্ষা
মহাশূন্যে হাতছানি নিয়ত নিয়তি
ফিরে আসে নাই ভাগ্য পাই নাই ভিক্ষা
মানুষ আর অমানুষের মাঝে স্থিতি।


ওরা সবে চাইতে করে না দ্বিধা হায়
অবোধের মতো। আমি সবই দিয়েছি
ফাগুন নির্দ্বিধায়, অর্থাভাবে বিদায়।


স্বপ্ন রাজ্যের হাতছানি বাঁচার স্তূতি
হেনকালে আসে ফিরি চেতনার আলো
আর ঘটে না যেন আমার স্বর্গচ্যুতি।


*** সনেট লেখার চেষ্টা করেছি। ভুল থাকলে ধরিয়ে দেয়ার জন্যে অভিজ্ঞদের অনুরোধ করছি।