পিস্তল উঠাও ট্রিগার চাপো,
বেরিয়ে যাক বারুদ তোমার প্রতিবিম্বের
দিকে,
বিদীর্ণ হোক দর্পণ, হোক চৌচির,
তাতে কী ?
তুমি মরবে না।
মরবে ঐ প্রতিবিম্ব-
স্যালুট করবো যদি এ কাজ করো।
প্রতিবিম্ব প্রতিদান দেবে বেঁচে থাকার
সাহস আর সুশাসনের হাতিয়ার,
আর ভালোবাসা কোটি জনতার।
সৈনিক তুমি স্যালুট করো তোমার প্রিয়তমাকে,
যদি দিয়ে দেয় আস্ত হৃদপিন্ড তোমার জন্যে।
ছুটে চলে এসো জনতার সমূদ্রে যেখানে
সব মানুষের রক্ত মিশে তৈরি করে প্রেম।
গণস্রোত তৈরি করে মোমের পুতুল,
প্রিয়তমাকে দেবে বলে,
সৈনিক তোমার প্রিয়তমার হৃদপিন্ড দিয়ে হবে এবার মনুমেণ্ট।
জয়গান বিগ্রহ আর সন্ধির, জয়গান জয়ের আর ভালোবাসার।
দেখ তোমার বিদীর্ণ দর্পণ আজ কতো
মসৃণ তোমার প্রিয়ার জন্যে।
রক্তে দোলা দেয়া উজ্জ্বল হাসি, দর্পণে প্রিয়ার।