যেখানে রয়েছে শুয়ে পিতা আমার  
একবুক বিষণ্ণতা নিয়ে হেমন্তের ঘুমে ,
নিশ্ছিদ্র কুয়াশা মাখা ধানের শয্যায়
চারপাশে জড়ানো তার আশার চাদরে -
লক্ষ্মী পেঁচা ডেকে যায় মাঠে মাঠান্তরে-
তবু অন্ধকার বিবরে মুখ গুঁজে  
হাসে ইঁদুরের দল হিংস্র চতুর --
আশার চাদর কাটে নিঃশব্দ চরণে --
শাণিত দন্ত তাই হয়েছে মুখর।
হায় পিতা , কোন আশা রেখেছিলে
বুকের কোটরে ?সেকি আমার ব্যর্থ
উত্তরাধিকার? মূষিক লড়ায়ে হেরে যাওয়া
ক্লান্ত , শ্রান্ত , পরাজিত, পদাতিক এক
শূন্য হাত যার হেমন্তের মাঠে
নিস্ফল আকাশে ওঠে মুষ্টিবদ্ধ হয়ে ?