রাশি  রাশি নীলগাই  ছুটেছে এমাথা ওমাথা করে
গভীর জঙ্গলে । প্রাণের আনন্দে ভাসে
হেমন্তের চাঁদের বন্যায় ।
                                      ওদিকে কৃষক রমণী এক
নিস্তব্ধ নিশুতে, চুপিচুপি শয্যা ফেলে উঠে
মাঠে যায় । নিশি ডাকে তার--
এক দিন এক রাত নয়, রোজ বার বার
যেখানে সোনার ফসল নুয়ে নুয়ে পড়ে
স্বর্ণ সীমন্তক সাথে মা্টিতে লোটায় ,
কৃষকরমণী আসে নিঃশব্দ  চরণে
ঘুমন্ত সংসার ফেলে একান্ত একাই -
ফলবতী শস্য আর ফলবতী নারী
জনান্তিকে হয় তারা আপন স্বজন --
চুপে চুপে কথা হয়  কখনও চুম্বন।
হাসি  দিয়ে গান দিয়ে প্রাণ দিয়ে তার-
সই পাতাবার ছলে আমনের সাথে
নিস্তব্ধ রাতের মাঝে আপনা উজাড়।
ফলবতী  শস্য-নারী হয় একাকার--
নিস্তব্ধ রাতের তারা চেয়ে থাকে বিস্ময়ে অপার।