চেতনার জানালা ভেঙ্গে গড়িয়ে আসে কালোধূসর।নীলাভ-সাদা, নীল, কালো মেঘ গুলো উঠে আসে ফাঁটা ঠোঁটজোড়ায়।


ঝুঁকির ঝড়া সালোক বেয়ে
বেড়িয়ে আসে জারোজ।


শব্দের কানামাছি মিছিলে লিপলেট ঝুলে যায় বৈরাগী গীর্জার দেওয়াল।
চুপসে যাওয়া স্তনের উঠে আসে  চা-চামচে লেবুর রস।


কর্কট সরোবর
চামচিকা নীরবে কেঁপে ওঠে ধারাপাতের দ্বিতীয় পাতায়।